করোনা বিধি মেনে ইয়াস বিধ্বস্ত এলাকায় সাফল্যের সঙ্গে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন

Share with Friends

নিজস্ব প্রতিবেদন: ইয়াস (Cyclone Yaas) বিধ্বস্ত এলাকায় সাফল্যের সঙ্গে দ্বিতীয় মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করল ‘স্বপ্নের স্বাথী’। ২৭ জুন রবিবার দক্ষিণ ২৪ পরগনায় সুন্দরবন (Sundarban) এলাকায় তারানগরে এই ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্প আয়োজনে স্বপ্নের সাথীর পাশে দাঁড়ায় আর এক স্বেচ্ছাসেবী সংস্থা ‘ঐকতান পরিবার’ এবং ‘সুন্দরবন ড্রিম’ নামের আর এক স্বেচ্ছাসেবী সংস্থা পুরো ব্যবস্থাপনায় ছিল। তারানগর সরস্বতী হাইস্কুলে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

ভোর ৪টার সময় বেরিয়ে স্বপ্নের সাথীর মেডিক্যাল টিম তারানাগরে পৌঁছায় বেলা ১২ টায়। চুনাখালি পৌঁছে বোটে উঠতেই প্রবল বৃষ্টির সম্মুখীন হন আয়োজকরা। কাকভেজা বৃষ্টিতে ভিজে তারানগর পৌঁছানোর পরই সময় নষ্ট না করে মেডিক্যাল ক্যাম্পটির আয়োজন শুরু হয়ে যায়।

৩টি ধাপে চলে এই চিকিৎসা প্রক্রিয়া। প্রথমে রোগীর স্যানিটাইজেশন, নাম ঠিকানা ও বয়স নিবন্ধিকরণ, মাস্ক বিতরণ ও রোগীর ওজন মাপা হয়। এর পর দ্বিতীয় ধাপে রোগীর রক্তচাপ মাপা, পালস্ অক্সিমিটারে রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপ, কী শারীরিক অসুবিধা রয়েছে তা জেনে নেওয়া। এর পর তৃতীয় ধাপে চিকিৎসকেরা রোগীকে পর্যবেক্ষণ করে নির্ধারিত ওষুধ লিখে দেওয়া। প্রেসক্রিপশন অনুযায়ী স্বপ্নের সাথীর মেডিক্যাল টিম রোগীকে প্রয়োজনীয় ওষুধ দেন। চিকিৎসকদের পরামর্শ মতো রোগীর সুগার টেস্টও করা হয়। সুন্দরবন এলাকায় দূষিত জলের জন্য ওখানকার মহিলাদের নানা সমস্যা দেখা দিচ্ছে। সে কথা বিবেচনা করে গ্রামের মহিলাদের জন্য একটি সচেনতা বৃদ্ধি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন: জাতীয় চিকিৎসক দিবসে WBTPTA-এর উদ্যোগে রক্তদান শিবির

এই কর্মকাণ্ডে স্বপ্নের সাথীর তরফে ধন্যবাদ জানানো হয় মেডিক্যাল টিমকে। ধন্যবাদ জানানো হয় তাঁদেরও যাঁরা আর্থিক অনুদান এবং প্রয়োজনীয় ঔষধ ও অন্যান্য জিনিস দিয়ে সাহায্য করেছেন।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *