নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: পশ্চিম মেদিনীপুরের দাসপুর ১ নম্বর ব্লকের কলাইকুন্ডু চতুর্মুখ দুর্গা পুজা কমিটি ও সুকান্ত মৈত্রী সংঘের উদ্যোগে ৭ জুলাই রক্তদান শিবিরের (Blood donation Camp) আয়োজন হয়। কলাইকুন্ডু প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই রক্তদান শিবিরে মোট ৩১ জন রক্ত দেন। রক্ত সংগ্রহ করে মেদিনীপুর ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক ও কর্মীরা।
রক্তদান শিবিরের উদ্বোধন করেন ঘাটাল গৌড়িয় মঠের দেবকীনন্দন মহারাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অসীম দাস, দাসপুর থানার ওসি অসীম মুখোপাধ্যায়। এছাড়াও ছিলেন পুজো কমিটির সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী, সম্পাদক স্বপন মাজি এবং অধ্যাপক অভিজিৎ চক্রবর্তী, শিক্ষক তথা সাংবাদিক শ্যামসুন্দর দোলই, ঘাটাল মহকুমা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কমল কৃষ্ণ বেরা।
অতিথিরা বক্তব্য রাখার সময় রক্তদান শিবিরের আয়োজনের প্রয়োজনিয়তা ও গুরুত্ব তুলে ধরেন। সব স্তরের মানুষকে রক্তদানের জন্য এগিয়ে আসার আবেদন করেন। চলতি পরিস্থিতিতে আরও বেশি করে রক্তদান শিবির আয়োজনের আবেদন করেন বক্তারা।
আরও পড়ুন: করোনা বিধি মেনে ইয়াস বিধ্বস্ত এলাকায় সাফল্যের সঙ্গে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন
আরও পড়ুন: Narendra Modi on Coronavirus: নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন





