পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ যুব তৃণমূল কংগ্রেসের

Share with Friends

শ্যামসুন্দর দোলই, ঘাটাল: পেট্রল ডিজেল রান্নার গ্যাসের লাগামছাড়া দাম বৃদ্ধির প্রতিবাদে এবার রাজ্য জুড়ে প্রতিবাদে রাস্তায় নামল তৃণমূল কংগ্রেস। যুব তৃণমূলের পক্ষ থেকে রাজ্যের কোণায় কোণায় রবিবার প্রতিবাদ সভার আয়োজন করা হয়। কলকাতা ছাড়াও জেলাগুলির প্রতিটি ব্লকে এই বিক্ষোভ প্রতিবাদ চলে। পশ্চিম মেদিনীপুরের দাসপুর ১ নম্বর ব্লকেও যুব তৃণমূলের উদ্যোগে এই প্রতিবাদ সভার আয়োজন হয়।

রবিবার বিকেলে দসপুর ১ নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ দিগপতির পৌরোহিত্যে পেট্রল ডিজেল রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকারের সিদ্ধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা হয়। সভা থেকে কেন্দ্রের এই ভূমিকাকে জনবিরোধী জনশোষণ নীতি বলে বর্ণনা করেন যুব তৃণমূলের নেতারা। কোভিড বিধি মেনে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয় দাসপুরের বৈকুণ্ঠপুর পেট্রল পাম্প সংলগ্ন স্থানে। সেখানে কেন্দ্রের এই অবস্থানের বিরুদ্ধে জোরালো প্রতিবাদের সুর ওঠে।

এই কর্মসূচিতে ছিলেন সংগঠনের আহ্বায়ক-সহ সহসভাপতি কুমারেশ ভূঁইয়া, লাল্টু চক্রবর্তী, অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতিদের মধ্যে সৌরভ চক্রবর্তী, প্রলয় সিংহ, পলাশ সামন্ত, ছাত্রনেতা সৈয়দ মিলু, সৌগত রায় প্রমুখ। এছাড়াও ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির চেয়ারম্যান ও পশ্চিম মেদিনীপুর জেলার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র, দাসপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার পাত্র, মহিলা নেত্রী সুজাতা সিং, শিপ্রা মণ্ডল, পিন্টু চক্রবর্তী, মৃণাল চক্রবর্তী, বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সাবিনা ইয়াসমিন, উপপ্রধান কাজল সামন্ত প্রমুখ।

সব খবরের দ্রুত আপডেট পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। ক্লিক করুন এখানে।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখার সময় প্রত্যেকেই কেন্দ্রে আগের মনমোহন সিংহ সরকারের জমানায় একই বিষয়ে তৎকালিন বিরোধী দল বিজেপির প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির কথা স্মরণ করিয়ে দেন। দিল্লির মসনদে বসে সেই বিজেপি নেতারাই এখন জন বিরোধী সিদ্ধান্ত নিয়ে চলেছে বলে অভিযোগ করেন তৃণমূল নেতারা। জনগণশোষণ নীতির অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির উৎস পেট্রোপণ্যের মূল্য কমানোর আবেদন জানিয়েছেন।

দাসপুরের সভা-সহ রাজ্যের প্রতিটি কোণার এই প্রতিবাদ সভায় সাধারণ মানুষের স্বতস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *