জাতীয় চিকিৎসক দিবসে WBTPTA-এর উদ্যোগে রক্তদান শিবির

Share with Friends

নিজস্ব সংবাদদাতা, ঘাটাল: ১ জুলাই জাতীয় চিকিৎসক দিবস (Doctor’s Day) তথা পশ্চিমবঙ্গের রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায়ের (Bidhan Chandra Roy) জন্ম ও মৃত্যু দিবসে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার কিসমত নাড়াজোল প্রাথমিক বিদ্যালয়ে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্যোক্তা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির (WBTPTA) নাড়াজোল-২ চক্র শাখা।

ঘাটাল ব্লাড ব্যাঙ্কের (Ghatal Blood Bank) চিকিৎসক এবং চিকিৎসাকর্মীদের সহযোগিতায় কোভিড (Coronavirus) বিধি মেনে রক্তদান শিবিরটি সফল ভাবে সম্পন্ন হয়। শিবিরের উদ্বোধন করেন বিধায়ক মমতা ভূঞ্যা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক, দাসপুর-১ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার পাত্র, নিজ নাড়াজোল গ্রামপঞ্চায়েত প্রধান গগন সামন্ত, জেলা পরিষদ সদস্য কৃষ্ণা দোলই প্রমুখ।

চিকিৎসক, চিকিৎসা কর্মী, রক্তদাতাদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। এই শিবিরে ২ জন মহিলা-সহ ৩৫ জন রক্তদান করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির নাড়াজোল-২ চক্রের আহ্বায়ক শিক্ষক শ্যামসুন্দর দোলই এবং মানস আদক।

চিকিৎসক, চিকিৎসা কর্মী এবং রক্তদাতাদের সম্বর্ধনা। নিজস্ব চিত্র।
রক্ত দিচ্ছেন সংগঠনের আহ্বায়ক শ্যামসুন্দর দোলই। নিজস্ব চিত্র।

Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *