নির্বাচনী প্রতিশ্রুতি পালন করে এবার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঘোষণা মমতার, দেখুন কারা পাবেন সুবিধা

Share with Friends

নিজস্ব প্রতিবেদন: শপথ নেওয়ার পর থেকেই একের পর এক নির্বাচনী (Assembly Election 2021) প্রতিশ্রুতি পালন করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেই তালিকায় নয়া সংযোজন স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card)। বুধবারই নিজের টুইটার হ্যান্ডলে স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালুর বিষয়ে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

বুধবার পর পর ২টি টুইট করেছেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানিয়েছেন, রাজ্যের বাসিন্দা সব পড়ুয়া যাঁরা উচ্চ শিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কোনও কোচিং সেন্টারের মাধ্যমে প্রস্তুতি নিচ্ছেন তাঁরা এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাবে। সেখানে বাৎসরিক সরল সুদের হারে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এই প্রকল্প রাজ্যের পড়ুয়াদের নিজের পায়ে দাঁড়াতে সহায্য করবে বলেও লিখেছেন মুখ্যমন্ত্রী।

দ্বিতীয় টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন, পশ্চিমবঙ্গ সরকার ১০ অঙ্গিকার পূরণের দিকে এগিয়ে চলেছে। অর্থাৎ নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা যে কোনও ভাবেই মিথ্যা প্রতিশ্রুতি ছিল না তা তিনি বার বার বুঝিয়ে দিচ্ছেন একের পর এক প্রকল্প বাস্তবায়িত করে।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *