শিক্ষক শিক্ষিকা এবং নিমতলা মিতালী সংঘের উদ্যোগে রক্ত বন্ধন উৎসব

Share with Friends

নিজস্ব সংবাদদাতা, ঘাটাল: নিমতলা প্রাথমিক বিদ্যালয়ে রবিবার রক্তদান তথা রক্ত বন্ধন উৎসব পালিত হল। করোনা অতিমারী, আমফান এবং ইয়াসের মতো প্রাকৃতিক দুর্যোগে স্বাভাবিক জনজীবন ও সমাজ ব্যবস্থা যখন বিপর্যস্ত তখন শিক্ষক সমাজ রাজ্যের বিভিন্ন প্রান্তের অসহায় মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করেছেন। সেই অভিযানে সামিল হলেন নিমতলা প্রাথমিক বিদ্যালয় ও এলাকার কিছু শিক্ষক শিক্ষিকারা। রবিবার ওই শিক্ষক এবং নিমতলা মিতালি সংঘের পরিচালনায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

রবিবারের এই শিবিরে মহিলা পুরুষ-সহ মোট ৪৪ জন রক্ত দান করেন । রক্ত দাতাদের একটি ছাতা এবং একটি করে কলমের চারা গাছ প্রদান করা হয়। স্থানীয় শিক্ষক এবং  মিতালী সংঘের এই উদ্যোগের অকুণ্ঠ প্রশংসা করেছেন এলাকার মানুষ। তাঁদের মতে এ ভাবে সমাজের সব স্তরের মানুষের এগিয়ে এলে অনেক সমস্যার সমাধান সম্ভব।

অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন, শিক্ষক বিভাংশু মান্না, সুভাষ দোলুই, জনার্দন গোস্বামী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিতালী সংঘের সভাপতি দেবাশিস দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসীম দাস, চিকিৎসক শিশির দাস, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি দিলীপ মাজি, নিমতলা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও পঞ্চায়েত সদস্যা মামণি বেরা এবং স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক নিমাই মান্না। এছাড়াও বিদ্যাসাগর স্কুলের প্রাক্তন শিক্ষক শুভেন্দু শেখর গুঁই, ক্লাবের সম্পাদক গিড্ডুস-সহ এলাকার অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং স্থানীয় মানুষ।

আরও পড়ুন: ২৯ জুন মঙ্গলবার কেমন যাবে আপনার দিন, দেখে নিন আজকের রাশিফল


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *