বিধানচন্দ্র রায়ের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির

Share with Friends

নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: করোনার (Coronavirus) অতিমারীর মধ্যে হাসপাতালগুলিতে রক্তের যোগান ঠিক রাখতে রাজ্যের শাসক দল এবং তার শাখা সংগঠনগুলি একের পর পর পদক্ষেপ করে চলেছে। এবার ডঃ বিধানচন্দ্র রায়ের (Bidhan Chandra Roy) জন্মদিনকে রক্তদান (Blood Donation Camp) শিবির আয়োজনের জন্য বেছে নিল পশ্চিম মেদিনীপুরের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির (WBTPTA) নাড়াজোল-২ চক্র শাখা।

সংগঠনের আহ্বায়ক শিক্ষক শ্যামসুন্দর দোলই জানিয়েছেন, ১ জুলাই ২০২১ বৃহস্পতিবার বিধানচন্দ্র রায়ের ১৪০তম জন্মদিনে কিসমৎ নাড়াজোল প্রাথমিক বিদ্যালয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ব্ল্যাডব্যাঙ্ক কর্মীদের সম্মান জানানোর আয়োজন করা হয়েছে। কোভিড বিধি মেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দাসপুরের বিধায়ক মমতা ভুঁইয়া এবং তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির (WBTPTA) সভাপতি শ্যামপদ পাত্র।

শ্যামসুন্দর দোলই আরও জানিয়েছেন, রক্তদান শিবির শুরু হবে সকাল ৯টা থেকে। করোনা বিধি মেনে শতাধিক রক্তদাতা এগিয়ে আসবেন বলে আশা করছেন তাঁরা। এই উদ্যোগকে সফল করতে সমাজে সব স্তরের মানুষের সহযোগিতা প্রার্থনা করেছেন তিনি।

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন: মাধ্যমিক উচ্চমাধ্যমিক পড়ুয়াদের কেরিয়ারের দিশা দিতে ২ দিনের ওয়েবিনার, চলছে অনলাইন রেজিস্ট্রেশন


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *