মাধ্যমিক উচ্চমাধ্যমিক পড়ুয়াদের কেরিয়ারের দিশা দিতে ২ দিনের ওয়েবিনার, চলছে অনলাইন রেজিস্ট্রেশন

Share with Friends

নিজস্ব প্রতিবেদন: করোনার (Coronavirus) কারণে এবার মাধ্যমিক (Madhyamik Examination) এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Examination) বাতিল করতে হয়েছে। কিন্তু জীবন পড়াশোনা বা কেরিয়ার থেমে থাকে না। তাই এই পরিস্থিতিতে যেখানে স্কুলে গিয়ে শিক্ষক বা অন্য কারও কাছে কেরিয়ার সংক্রান্ত পরামর্শ নেওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে সেখানে বিভিন্ন ক্ষেত্রের সফল পেশাদারদের নিয়ে পড়ুয়াদের জন্য ২ দিনের ওয়েবিনারের আয়োজন করল দাসপুর ইউফোরিক ওয়েলফেয়ার সোসাইটি (DEWS)।

ওয়েবিনারটি আয়োজন করা হয়েছে ২৭ এবং ২৮ জুন ২০২১ রবি ও সোমবার। ওই ২ দিন সন্ধ্যা ৭টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত গুগল মিটের (Google meet) লিঙ্কের মাধ্যমে ওয়েবিনারে অংশ নিতে পারবেন পড়ুয়া বা অভিভাবকরা। তার আগে নিচের দেওয়া লিঙ্কে তাঁদের রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। এই ওয়েবিনারে রেজিস্ট্রেশনের জন্য https://forms.gle/qReJ4r8SifGFZCy19  লিঙ্কে ক্লিক করুন। (To Know More Details, Please Call or WhatsApp:  8001004642 / 9932599132 / 9735644531 / 9933043789 / 9434368709)

পড়ুয়াদের সামনে চিকিৎসক, ইঞ্জিনিয়ার (সাইবার সিকিউরিটি, রোবোটিক্স, ক্লাউড কম্পিউটিং, নেটওয়ার্কিং, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স), সাংবাদিক, হাইকোর্টের আইনজীবী, ব্যাঙ্ককর্মী, ফিজিওথেরাপিস্ট, এমবিএ, সিএ, ডব্লুবিসিএস অফিসার, মনোবিদ, অ্যানিমেটর অ্যান্ড মাল্টিমিডিয়া প্রফেসনাল, কলেজ শিক্ষকরা তাঁদের নিজস্ব পেশার নানা দিক তুলে ধরবেন পড়ুয়াদের সামনে। কী ভাবে সেই পেশায় সুযোগ পাওয়া যায়, কী ভাবে নানা বাধা অতিক্রম করে সাফল্য পাওয়া যায় সেই অভিজ্ঞতা ভাগ করে নেবেন। সামগ্রিকভাবে একটি প্রাথমিক ধারণা তুলে ধরবেন তাঁরা। সেই সঙ্গে পড়ুয়া বা অভিভাবকদের প্রশ্নের উত্তর দেবেন।

(ওয়েবিনারে রেজিস্ট্রেশনের জন্য https://forms.gle/qReJ4r8SifGFZCy19  লিঙ্কে ক্লিক করুন।)

আরও পড়ুন: আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর দিল স্কুল সার্ভিস কমিশন

ওয়েবিনার উপলক্ষ্যে ডিউসের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে পড়ুয়া এবং আয়োজকদের তরফে নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। (ওয়েবিনারে রেজিস্ট্রেশনের জন্য https://forms.gle/qReJ4r8SifGFZCy19  লিঙ্কে ক্লিক করুন।)


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *