Coronavirus: করোনার অতিমারীর মাঝে টিকাকরণে রাজ্য সরকারের আরও এক সাফল্য

Share with Friends

নিজস্ব প্রতিবেদন: করোনার (Coronavirus) প্রথম ঢেউ থেকেই রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) ভূমিকা রাজ্য তথা গোটা দেশের প্রশংসা কুড়িয়েছে। এবার টিকাকরণেও (Vaccination) অনন্য নজির গড়ল রাজ্য সরকার (West Bengal State Government)।

এর আগে কেন্দ্রীয় সরকারের প্রকাশ করা তালিকায় দেখা গিয়েছিল, যে রাজ্যগুলিতে সব থেকে কম টিকার ডোজ নষ্ট হয়েছে তার মধ্যে অন্যতম শীর্ষস্থানাধিকারী ছিল পশ্চিমবঙ্গ। এবার টিকারণেও আরও একটি সাফল্য পেল রাজ্য সরকার। ইতিমধ্যেই ২ কোটির বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে সরকারের তরফে।

বুধবার রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের (Department of Health & Family Welfare, West Bengal) তরফে বাংলা এবং ইংরেজিতে ২টি টুইট করে এই খবর জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, “পশ্চিমবঙ্গ অর্জন করলো আরও একটি সাফল্য। ২ কোটিরও বেশি মানুষকে কোভিড-১৯-এর টিকাদান করা হয়েছে ১৬ জানুয়ারি থেকে ২৩ জুন, ২০২১ পর্যন্ত।”

আরও পড়ুন: পশুচিকিৎসককে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ মেনকা গান্ধীর বিরুদ্ধে, ভাইরাল অডিও টেপ

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন

এর আগে এই ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে আরও একটি টুইট করে জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের করোনার পরিস্থিতির কথা। সেখানে জানানো হয়েছে, “WB COVID-19 Daily Health Bulletin: 23 June 2021. A detailed snapshot of all relevant details on COVID-19 in WB. Keep checking. পশ্চিমবঙ্গ কোভিড-১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন: ২৩ জুন ২০২১। পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন। #BengalFightsCorona


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *