ঘাটাল অনুপ্রেরণা ও মেধা অন্বেষণের উদ্যোগে দুঃস্থদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ দান

Share with Friends

নিজস্ব সংবাদদাতা, ঘাটাল: করোনার (Coronavirus) থাবায় এক শ্রেণির মানুষ যখন চরম অর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছেন তখন তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে কিছু সংগঠন। বুধবার পশ্চিম মেদিনীপুরে ঘাটালের (Ghatal) নিমতলায় এমনই এক উদ্যোগ নিতে দেখা গেল ঘাটাল অনুপ্রেরণা ও মেধা অন্বেষণ নামের স্বেচ্ছাসেবী সংগঠনকে। সেখানে এলাকার দুঃস্থ পরিবারকে খাদ্য-সহ প্রয়োজনীয় সামগ্রী এবং অর্থ সাহায্য করা হয়।

ঘাটাল অনুপ্রেরণা ও মেধা অন্বেষণের কর্ণধার তথা শিক্ষক সমীরণ মাইতির উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়। ঘাটালের নিমতলা প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করেন উদ্যোক্তরা। প্রায় ৮০টি দুঃস্থ পরিবারের হাতে এলাকার পঞ্চায়েত সদস্যা মামণি বেরার পৌরোহিত্যে খাদ্য সামগ্রী, মাস্ক, সাবান-সহ নানা প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়।

এলাকার বেশ কিছু দুঃস্থ পড়ুয়াকে পড়াশোনা এবং চিকিৎসার জন্য ৩০০ থেকে ৫০০ টাকা নগদ দেওয়া হয়। ভিন্ন ভাবে সক্ষমদের জন্য তৈরি স্থানীয় একটি স্কুলের পড়ুয়াদেরও খাবার নগদ ৫০০ টাকা করে বিতরণ করা হয় এই কর্মসূচিতে।

আরও পড়ুন: পশুচিকিৎসককে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ মেনকা গান্ধীর বিরুদ্ধে, ভাইরাল অডিও টেপ

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিক্ষক চন্দ্রনাথ খাঁড়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবী তথা ঘাটাল বিদ্যাসাগর বিদ্যালয়ের সভাপতি অজিত দে, সমাজসেবী দিবাকর সী, শ্যামাপদ প্রামাণিক, শিক্ষক তথা সমাজসেবী শ্যামসুন্দর দোলই, ঘাটাল মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক কমল কৃষ্ণ বেরা।

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন

এছাড়াও ঘাটাল অনুপ্রেরণা ও মেধা অন্বেষণের কর্মকর্তা খোকন সাউ, মধু বেরা, শ্রীকান্ত দোলই-সহ অন্যান্যরা। ঘাটাল অনুপ্রেরণা ও মেধা অন্বেষণের এই উদ্যোগ এলাকার মানুষের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *