তৃণমূলের বিজয়া সম্মেলন পরিণত হল সাংগঠনিক পরামর্শ দান অনুষ্ঠানে

Share with Friends


শ্যামসুন্দর দোলই, ঘাটাল: শুভ বিজয়া সম্মিলনী শেষ হল মূলত দলের কর্মীদের সাংগঠনিক পরামর্শ দিয়েই। পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur) ঘটালে (Ghatal) এই বিজয় সম্মিলনীর আহ্বায়ক ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস হুতাইত।

আশিস হুতাইতের উদ্দ্যোগে শনিবার ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের মুক্ত মঞ্চে তৃণমূলের বিজয়া সম্মেলনের আয়োজন হয়। তবে সেখানে মঞ্চ থেকে দলের কর্মীদের প্রতি সাংগঠনিক পরামর্শ বার্তাই বেশি মেলে। বক্তাদের কথায় বারবার কর্মীদের আগামী নির্বাচনে কথা ভেবে কাজ করার পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে আশিস হুতাইত মণীষীদের মাল্যদান ও সদ্য প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর পর উপস্থিত সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি দলীয় কর্মীদের ব্যবসার রাজনীতি না করা ও লাগাতার আন্দোলন এবং সুশৃঙ্খলভাবে জনসেবার পরামর্শ দেন।

স্বচ্ছ ভাবমূর্তি বজায় রেখে আসন্ন পুরসভা এবং তার পর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের জয়ের ধারা অব্যাহত রাখার আবেদনও জানান আশিস হুতাইত। একই পরামর্শ দিয়েছেন জেলা সাংগঠনিক চেয়ারম্যান অমল পাণ্ডে, পিংলার বিধায়ক অজিত মাইতি ও জেলার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র।

এ দিনের মুখ্য বক্তা রাজ্যের সেচ ও জলসম্পদ এবং ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া নিজের ছাত্র জীবন থেকে বর্তমান রাজনৈতিক জীবনের মর্মস্পর্শী কাহিনী শুনিয়ে কর্মীদের অনুপ্রাণিত করার চেষ্টা করেন।

অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন তৃণমূল সভাপতি তথা বিধায়ক অজিত মাইতি এবং খড়গপুর গ্রামীণ কেন্দ্রের বিধায়ক দীনেন রায় দলের কর্মী সমর্থকদের সব মানুষের জন্য সমান ভাবে সব সরকারি পরিষেবা পৌঁছ দেওয়ার পরামর্শ দিয়েছেন।

এই সভায় আরও সামিল ছিলেন আইএনটিইউসি-র ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি সুনীল ভৌমিক, তৃণমূল নেতা সুকুমার পাত্র, বিভাস ঘোষ, বিকাশ কর, পঞ্চানন মাইতি, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি অনিমেষ দে, পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি কৃষ্ণেন্দু বিষুই প্রমুখ।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *