আদিবাসী হো সমাজের ১০২তম অতগুরু লাকো বরদার জন্মজয়ন্তী উদযাপন ও রক্তদান শিবির

Share with Friends

লক্ষ্মীকান্ত দাসঠাকুর, ঘাটাল: আদিবাসী সংস্কৃতির ধারায় আদিবাসী হো সমাজের ১০২তম অতগুরু লাকো বরদার জন্মজয়ন্তী উদযাপিত হল রবিবার ১৯ সেপ্টেম্বর। এই অনুষ্ঠানে পুরুষ- মহিলারা পুরোদস্তুর বাঙালীয়ানায় সজ্জিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজনে ছিল দাসপুর ব্লক আদিবাসী হো সমাজ।

এই উপলক্ষ্যে সংগঠনের তরফে, ‘রক্তদান, জীবন দান’ আদর্শে প্রাণিত হয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির করেছেন। শিবিরটি আয়োজন করা হয় দাসপুর ১ নম্বর ব্লকের ‘ব্রাহ্মণবসান ফকিরবাজার সমবায় কৃষি উন্নয়ন সমিতি’র ভবনে।

এই শিবিরে দাসপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক আদিবাসী মহিলাদের নজরকাড়া অংশগ্রহণে আপ্লুত হন। আর এজন্য তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক আদিবাসীদের মানোন্নয়ন কর্মসূচির প্রেরণায় কৃতজ্ঞতা জানিয়েছেন। অনুষ্ঠানে ছিলেন দাসপুর বিধানসভার বিধায়ক মমতা ভূঁইয়াও। তিনিও একই অভিমতে আদিবাসীদের জন্য গর্ববোধ করেন। 

এই সভায় আরও ছিলেন এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান বিশ্বনাথ বাড়ি, সর্বভারতীয় আদিবাসী হো সমাজের সভাপতি রাজু সিঙ্কু-সহ এলাকাবাসীবৃন্দ। এই শিবিরের পরামর্শদাতা রাজনগর ইউনিয়ন হাইস্কুলের সহকারী শিক্ষক রামকৃষ্ণ দত্ত জানিয়েছেন, এদিন ৫ জন মহিলা সহ মোট ৫০ জন রক্তদান করেছেন। তিনি আদিবাসী সমাজের চেতনা ও জীবনযাত্রার বিকাশে সর্বোত্তম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *