‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ পালনে আন্তর্জাতিক ওয়েবিনার

Share with Friends

নিজস্ব সংবাদদাতা, ঘাটাল: কাজী নজরুল ইসলামের বিখ্যাত ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ পালন হচ্ছে। সোমবার পশ্চিম মেদিনীপুরের চাঁইপাট এসপিবি মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে একটি আন্তর্জাতিক ওয়েবিনারের আয়োজন হয়। তাতে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। শ্রোতা হিসাবে ওয়েবিনারে যোগ দেন আরও বহু নজরুলের কবিতাপ্রেমীরা।

বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৯২২ সালের ৬ জানুয়ারি বিজলী পত্রিকায়। এরপর মাসিক প্রবাসী (মাঘ ১৩২৮), মাসিক সাধনা (বৈশাখ ১৩২৯) ও ধূমকেতু (২২ আগস্ট ১৯২২)-তেও প্রকাশ হয়। বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হওয়া মাত্রই বাংলায় আলোড়ন তৈরি করে, ব্যাপক জাগরণ সৃষ্টি হয়। বিদ্রোহী কবিতাটি ভারতবর্ষ তথা বাংলার স্বাধীনতার আগে এবং পরেও নানা ভাবে বাঙালির জনমনে প্রভাব রেখেছে বহু ভাবে। বিশেষ করে বাঙলির ছাত্র যুব তরুণ সমাজে। বর্তমান কালেও কবিতাটি স্কুল কলেজের পাঠ্য সূচিতে রয়েছে। এই রকম একটি কবিতা শতবর্ষ অতিক্রম করছে যা বাঙালি তথা বাংলা সাহিত্যের গৌরব।

চাঁইপাট কলেজের বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ওয়েবনারেটির সূচনা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডক্টর শীলা চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুরঞ্জন মিদ্দে। আলোচক হিসেবে ছিলেন কল্যানী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শান্তনু মণ্ডল, বাংলাদেশের খুলনা বিশ্ববিদ্যালয়ের , সহযোগী অধ্যাপক রুবেল আনছার, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জীব মান্না।

আরও পড়ুন: কখন মেয়েরা স্তন দেখালে বোল্ড আর কখন নন, ‘ব্যাখ্যা’ দিলেন তসলিমা নাসরিন

ওয়বিনারে উপস্থিত শ্রোতা দর্শকরা এমন একটি অনুষ্ঠান আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। এবং মনোজ্ঞ এমন একটি অনুষ্ঠানের প্রশংসা করেন। গোটা অনুষ্ঠানটি ইউটিউবেও আপলোড করা হয়েছে।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *