কখন মেয়েরা স্তন দেখালে বোল্ড আর কখন নন, ‘ব্যাখ্যা’ দিলেন তসলিমা নাসরিন

Share with Friends

নিজস্ব প্রতিবেদন: সমাজ ধর্ম বা সমসাময়িক নানা ইস্যুতে তার কলম বা কি বোর্ড বরাবর সোচ্চার। সম্প্রতি শিল্পা শেট্টির স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রার গ্রেফতারির পর ‘বোল্ড শুট’ ইস্যুতে উত্তাল গোটা দেশ। নানা ভাবে বিজার করা হচ্ছে এই শব্দ যুগলকে। অনেকেই নিজের মতো করে এই ইস্যুতে নিজেদের ভাবনা চিন্তা প্রকাশ করেছেন। এবার সেই বোল্ড শব্দের ব্যাখ্যা বা বলা চলে অপব্যবহারের জবাব দিতে সোশ্যাল মিডিয়ায় (facebook) নিজের মত তুলে ধরলেন তসলিমা নাসরিন (Taslima Nasrin)।

নিজের স্বভাবসিদ্ধা ভঙ্গিতে তসলিমা বোল্ড শব্দের কী ভাবে অপব্যবহার হচ্ছে তার ব্যাখ্যা দিয়েছেন। যেখানে কখন কেউ উলঙ্গ, অর্ধ উলঙ্গ বা স্তন দেখালে বোল্ড আর কখন বোল্ড নন তা বোঝাতে গিয়ে সমাজের সামনে কার্যত আয়না ধরে দিয়েছেন। প্রথমে তসলিমা লিখেছেন, মহিলারা স্তন দেখালে বোল্ড হলেও পুরুষরা জামা খুলে ফেললেও বোল্ড নন। আবার সব সময় বা সব মহিলা স্তন দেখালেই বা মহিলাদের স্তন দেখা গেলেই ‘বোল্ড’ হতে পারবেন না, সেখানেও আছে ‘শ্রেণি প্রথা’। উচ্চ বা উচ্চমধ্য বিত্ত মহিলারা স্তন দেখালে তবেই বোল্ড বলা হয়। আর খেতে না পাওয়া রাস্তার ভিখিরি মহিলার শরীর উন্মুক্ত থাকলেও তাঁকে কখনই বোল্ড বলা হবে না।

আর তসলিমার এই ফেসবুক পোস্টের আসল লক্ষ্য পরিষ্কার করে ধরা পড়ে লেখাটির মধ্য ভাগে গিয়ে। আসলে কী ভাবে ওই বোল্ড শব্দের অপপ্রয়োগ হচ্ছে। কেন শরীর বা স্তন দেখানো মহিলাদের বোল্ড বলা হবে, আর যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে সত্যিকারের সাহসী পদক্ষেপ করছেন তাঁদের ক্ষেত্রে নয় কেন সে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তসলিমা। লেখার ছত্রে ছত্রে তিনি কার্যত সমাজ ব্যবস্থা বা সমাজের দৃষ্টিভঙ্গিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন।

আরও পড়ুন: মুসলিমরা সন্ত্রাস করলে ধর্ম উল্লেখ করা যায়, পরীক্ষায় প্রথম হলে নয়! কটাক্ষ ‘সর্বহারা সংখ্যালঘু’ তসলিমার

তসলিমার যে কোনও লেখাই সহজ সরল এবং সাহসী (প্রকৃত অর্থে)। সেই সব সাহসী লেখার প্রশংসক এবং সমালোচক দুইই রয়েছে। তবে এ ক্ষেত্রে তসলিমার পোস্টের কমেন্ট বক্সে তাঁর দৃষ্টিভঙ্গির প্রশংসকের সংখ্যাই সিংহভাগ। দু’ একটি কমেন্টের উত্তরও দিয়েছেন তিনি। সেখানে আরও বিস্তারিত ভাবে তাঁর দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা দিয়েছেন তসলিমা।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *