কৃষি আইন, পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা ভারত কিষান সংঘর্ষ মোর্চার অবস্থান বিক্ষোভ

Share with Friends

নিজস্ব সংবাদদাতা, ঘাটাল: কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিলের দাবিতে গত বছর থেকেই দিল্লিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে। সারা দেশেও সেই আন্দোলন ছড়িয়ে পড়ছে। কেন্দ্র কার্যত অনড় মনোভাব পোশন করলেও কোনও মতেই হাল ছাড়তে নারাজ আন্দোলনকারীরা। বামপন্থিরা শুরু থেকেই সেই আন্দোলনকে সমর্থন করে এসেছে। এবার সারা ভারত কিষান মোর্চার (Kishan Sangharsh Morcha) ডাকে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সোমবার ডেপুডেশন ও অবস্থান কর্মসূচি পালিত হল।

শুধু কৃষি আইন বাতিল নয়, রেগা (১০০ দিনের কাজ) প্রকল্পে কাজের দিন বাড়িয়ে ২০০ দিন করা এবং নূন্যতম মজুরি ৪০০টাকা করার দাবি তোলা হয় অবস্থান কর্মসূচি থেকে। সেই সঙ্গে করোনাভাইরাস আটকাতে সবার জন্য বিনামূল্যে টিকা প্রকল্প আরও দ্রুত মানুষের কাছে নিয়ে যাওয়ার দাবি তোলা হয়।

পেট্রল ডিজেলের দাম আকাশ ছোঁয়ার সব রেকর্ড ভেঙে দিয়েছে। তাতে জিনিস পত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে, খালি হয়ে যাচ্ছে জনগণের পকেট এই অভিযোগ তুলে তীব্র সমালোচনা করা হয় কেন্দ্রীয় সরকারের নীতির। অবিলম্বে পেট্রোপণ্যের দাম কমানোর দাবি তোলা হয়।

আরও পড়ুন: মুসলিমরা সন্ত্রাস করলে ধর্ম উল্লেখ করা যায়, পরীক্ষায় প্রথম হলে নয়! কটাক্ষ ‘সর্বহারা সংখ্যালঘু’ তসলিমার

দাসপুরে সোমবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ও পরে BDO-র কাছে এই দাবিগুলি সহ একটি ডেপুটেশন দেওয়া হয়। এই কর্মসূচতিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সুনীলঅধিকারী, বামপন্থি নেতা শ্যামপদ জানা, গণেশ সামন্ত, গুণধর বোস, রামেশ্বর দোলই, স্বপন সাঁতরা-সহ কয়েক শো বামপন্থি কর্মী ও সাধারণ মানুষ।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *