বর্ষায় টবে জল জমে মরবে না গাছ, দেখে নিন কী করলে রোগ পোকাও থাকবে দূরে

Share with Friends

কৃষিজীবী সমাচার: বর্ষায় গাছেদের স্বাভাবিক বৃদ্ধি হলেও নানা কারণে টবের গাছ মরেও যায়। আবার বর্ষায় রোগ পোকার আক্রমণেও নষ্ট হয়ে যায় অনেক গাছ। অনেকেই তাই ভেবে পান না কী করে সেই সমস্যার সমাধান করবেন। এই সব সমস্যার সমাধান দিয়েছেন ইউটিউবার রজতকান্তি বেরা।

বৃষ্টির জলে যেহেতু নাইট্রোজেন, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড থাকে তাই বর্ষায় গাছেদের স্বাভাবিক বৃদ্ধি হয়। কিন্তু বর্ষায় বাগানে সব থেকে বড় সমস্যা হল টবে গাছের গোড়ায় জল জমা। পাশাপাশি, এই সময় রোগ পোকার আক্রমণের সমস্যাও দেখা দেয় ।

যাঁরা বাগান করেন তাঁদের সামনে বর্ষার সময় এমন অনেকগুলি সমস্য়ার মুখে পড়তে হয়। যেমন বর্ষায় গাছের কী ভাবে যত্ন নেবেন? বর্ষাকালে গাছে কখন কতটা জল দেবেন? গাছের গোড়ায় জল জমে থাকলেই বা কী হবে? গাছের গোড়ায় জল জমা রুখতে কী করবেন? বর্ষায় টবের গাছে কখন বাড়তি সার দেবেন? টবের গাছে কখন তরল সার দেবেন? রোগ-পোকার আক্রমণ বাড়লে কী করবেন? বর্ষায় গাছেদের সমস্যা নিয়ে এমন হাজার হাজার প্রশ্নের উত্তর মিলেছে রজতের ভিডিওটিতে।

আরও পড়ুন: মাইক্রোপট পদ্ধতিতে হাইব্রিড সূর্যমুখীর চাষ

কখন মেয়েরা স্তন দেখালে বোল্ড আর কখন নন, ‘ব্যাখ্যা’ দিলেন তসলিমা নাসরিন

বাগান পরিচর্যা নিয়ে রজত নিয়মিত তাঁর ইউটিউবে ভিডিও পোস্ট করেন। গাছের যত্ন সংক্রান্ত এই ভিডিওগুলিতে নজর রাখলে বাগানের গাছকে এমন নানা সমস্যা থেকে সহজেই দূরে রাখতে পারবেন। এবার দেখুন বর্ষায় গাছের যত্ন নিতে ১৫টি টিপস।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *