বিজেপি সরকারকে প্যাঁচে ফেলতে ছক কষছে কংগ্রেস, মমতার ভূমিকা কী হবে সে দিকে তাকিয়ে দেশ

Share with Friends

সংবাদ সংস্থা, নয়াদিল্লি: একে করোনা (Coronavirus) পরিস্থিতি সামাল দিতে কার্যত ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার (BJP Government)। তার উপর প্রায় প্রতিদিন বাড়ছে পেট্রল ডিজেলের দাম (petrol price)। কিন্তু কোনও হেলদোল নেই কেন্দ্রীয় সরকারের। এমনকি এই সব ইস্যুতে বিরোধীদের ভূমিকাও চোখে পড়ার মতো নয়। এই পরিস্থিতিতে এবার রাস্তায় নামার ছক কষছে কংগ্রেস (Congress)। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনই খবর জানা যাচ্ছে।

সংবাদ সংস্থা পিটিআই সোমবার জানিয়েছে, আগামী ২৪ জুন দিল্লিতে একটি বৈঠক ডেকেছেন কংগ্রসে সভানেত্রী সোনিয়া গান্ধী। সেই বৈঠকে দলের সব সাধারণ সম্পাদক, সব রাজ্যের প্রদেশ কংগ্রেস নেতাদের ডাকা হয়েছে।  সূত্রের খবরে জানানো হয়েছে, পেট্রোপন্যের ক্রমবর্ধমান দাম নিয়ে এবার প্রতিবাদে নামতে চলেছে কংগ্রেস।

রাজনৈতিক মহলের মতে দিনের পর দিন লাগামহীন ভাবে পেট্রল ডিজিলের দাম বাড়তে থাকলেও কোনও বিরোধী দলই সে অর্থে কোনও প্রতিবাদের রাস্তায় নামেনি। এবার সেই দায়িত্ব কংগ্রেস তাদের কাঁধে তুলে নিতে চলেছে। এমনিতে নানা ইস্যুতে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারে নীতির তীব্র বিরোধিতার পথে যাচ্ছে। সেই অবস্থায় দেশের বেশির ভাগ বিরোধী দল এবং কিছু কংগ্রেস নেতাও মনে করেন নরেন্দ্র মোদি সরকারকে ক্ষমতা চ্যুত করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেতৃত্বে চাই।

আরও পড়ুন: ‘দুঃখ বিয়োগের পথই হল যোগ’, করোনাকালে ৭ম আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

এই অবস্থায় জাতীয় রাজনীতিতে কেন্দ্রের বিরোধিতা করার জায়গাতেও কংগ্রেস কার্যত নিজেদের অপ্রাসঙ্গিক করে ফেলেছে। সেই হারানো জমি ফিরে পেতেই এবার কংগ্রেসের পথে নামার পরিকল্পা কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে বর্তমান জাতীয় রাজনীতির যা পরিস্থিতি তাতে কেন্দ্রের বিরোধিতায় তৃণমূলের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে কংগ্রেসের সঙ্গে এখন তৃণমূলের এই ইস্যুতে সমিকরণ কী হবে তাও দেখার।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *