প্রতি বছরের মতো এবারও যোগ দিবসে সামিল সেবাঞ্জলি সেবা সমিতি

Share with Friends

নিজস্ব সংবাদদাতা: নানা অনুষ্ঠানের মাধ্যমে গোটা বিশ্ব তথা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day)। এই ‘উৎসবে’ প্রতিবছরের মতো এবারও সামিল হল জয় গুরু সেবাঞ্জলি সেবা সমিতি। সপ্তম আন্তর্জাতিক যোগ দিবসে প্রতিষ্ঠানের  তরফে চন্দ্রকোন – ২ নম্বর ব্লকের বসনছোড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটি যোগ শিবিরের আয়োজন করা হয়।

করোনার (Coronavirus) কথা মাথায় রেখে যাবতীয় বিধি নিষেধ মেনেই এই শিবির অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন সেবাঞ্জলি সেবা সমিতির কর্মকর্তরা।।  শিবিরে কয়েক জন কিশোরীকে যোগ প্রশিক্ষণ দেওয়া হয়। এবং তাঁদের নিয়ে যোগের উপকারিতা সম্পর্কে একটি আলোচনাচক্রের আয়োজন করেন উদ্যোক্তরা। এই শিবির সমৃদ্ধ করেছেন যোগ প্রশিক্ষক পঞ্চানন রুদ্র।

উদ্যোক্তাদের তরফে সবার কাছে আবেদন করা হয়, প্রতিষ্ঠানের তরফে প্রতিনিয়ত যে বিভিন্ন সামাজিক কাজ করা হচ্ছে তাতে যাতে সাধ্য মতো সবাই সামিল হন। সেখানে সামাজিক কাজে যে কেউ পরামর্শ দিয়ে, সশরীরে উপস্থিত হয়ে যে কনও সেবামূলক কাজে অংশ নিয়ে বা শুধু উৎসাহ দিয়ে অথবা আর্থিক ভাবে সাহায্য করতে পারেন। এর জন্য সংস্থার তরফে দুটি ফোন নম্বর দেওয়া হয়েছে। বিস্তারিত জানতে এই (৯৭৩২৬৯৭১৯৫/৯১৫৩৫৫৫৯৯২) নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন।

আরও পড়ুন: ‘দুঃখ বিয়োগের পথই হল যোগ’, করোনাকালে ৭ম আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *