শ্যামসুন্দর দোলই, ঘাটাল: শিক্ষার ক্ষেত্রে চোখের গুরুত্ব অপরিসীম। তাই সেই বিশ্ব সাক্ষরা দিবস ৮ সেপ্টেম্বরে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল শ্রী রামকৃষ্ণ আশ্রম। পশ্চিম মেদিনীপুরে দাসপুর থানা এলাকার বেনাই গ্রাম পঞ্চায়েতে এলাকার চৌকাঠে আরিট উচ্চ বিদ্যালয়ে এই শিবিরের আয়োজন হয়।
আশ্রমের অধ্যক্ষ স্বামী অক্ষয়ানন্দ মহারাজ, আশ্রম অনুরাগী টুম্পা ঘোষ ও সঞ্জীব মাজী প্রমুখদের তদারকিতে এই শিবির প্রাণ পেয়েছে। এলাকার শতাধিক মানুষ এই পরীক্ষা শিবিরে অংশ নেন। যাঁদের চোখে ছানি কিংবা অন্যান্য রোগে অপারেশন প্রয়োজন, তাঁদের ১৩ সেপ্টেম্বর সোমবার পূর্ব মেদিনীপুর জেলায় হলদিয়ার দুর্গাচক রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম পরিচালিত নেত্রালয়ে যাওয়ার আবেদন করা হয়েছে। এমনটাই জানিয়েছেন শিবিরে অংশ নেওয়া চক্ষূরোগ বিশেষজ্ঞ চিকিৎসক স্বরূপ ঘোড়ই।
প্রতিবেদকের কিছু প্রশ্নের উত্তরে চিকিৎসক স্বরূপ ঘোড়ই ও সহকর্মী সুপ্রিয়া সাঁতারা জানিয়েছেন, এখানে চোখের কার্যত চিকিৎসক দুর্লভ। রোগীদের অনেকে আর্থিক অবস্থায়ও দুর্বল। তাই তাঁরাও যাতে চোখের উপযুক্ত চিকিৎসা পান, সেই উদ্দেশ্যেই তাঁরা নেত্রালয়ের সহকর্মীদের নিয়ে বিভিন্ন এলাকার হাজির হন। এভাবেই তাঁরা রোগীদের বিনা ব্যয়ে চোখের রোগ পরীক্ষা করে থাকেন।
এখানে এক বছরের মধ্যেই ৩ বার এই শিবির করা হল। প্রয়োজন মতো চশমা এবং অন্যান্য সামগ্রী দেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে চোখের চিকিৎসার জন্যও নেত্রালয়ের পক্ষ থেকে সাহায্য করা হয়।





