Durga puja 2021: সামাজিক দায়বদ্ধতার বার্তায় দুর্গোৎসবের উদ্বোধন সোনাখালি স্কুল ময়দানে

Share with Friends

শ্যামসুন্দর দোলই, ঘাটাল: দেবীপক্ষের মহাপঞ্চমী তিথিতেই শুভ উদ্বোধন হল পশ্চিম মেদিনীপুরের সোনাখালি স্কুল ময়দানের দুর্গোৎসবের( Durga puja 2021)। উদ্বোধন করলেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস। বিশ্ব জুড়ে করোনার সন্ত্রাসে ও দক্ষিণবঙ্গে বন্যার দুর্গতিতে তিনি সতর্ক থাকার ইঙ্গিত দিয়েছেন।

পুজো উদ্বোধনের সময় সুমন বিশ্বাস বন্যায় ঘাটাল মহকুমায় ২১ জনের মৃত্যু এবং বেশ কিছু বাড়ি ভেঙ্গে পড়ায় দুঃখ প্রকাশ করেন। সোনাখালি স্কুল পাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে দুর্গত মানুষের পাশে থাকার ভূয়সী প্রশংসা করেন তিনি।

এছাড়াও স্বেচ্ছায় রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, মরণোত্তর দেহদান-সহ এক গুচ্ছ সামাজিক কর্তব্য পালনের পরামর্শ দিয়েছেন মহকুমা শাসক। তিনি ‘সবার দুর্গা পূজা’ নামে স্বরচিত কবিতা পাঠ করেন।  সবশেষে সকলের দুর্গতি নাশে ও মঙ্গল কামনায় তিনি মা দুর্গার উপর আস্থা রাখার কথা বলেন।

১৮তম বর্ষে এই সোনাখালি স্কুল মাঠের উৎসব আয়োজক কমিটি কোভিড সতর্কতায় বিজয় লাভে মা দুর্গা কর্তৃক করোনাসুর বধের দৃশ্যে সারা মণ্ডপে ‘আবার পৃথিবী শান্ত হবে’ থিম তুলে ধরা হয়েছে।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *