শিক্ষা ও সমাজ সংস্কারে নব জাগরণের জ্যোতিষ্ক বিদ্যাসাগরের ২০২তম জন্মদিনে শ্রদ্ধার্পণ

Share with Friends

শ্যামসুন্দর দোলই, ঘাটাল: বুধবার, ১২ই  আশ্বিন নব জাগরণের জ্যোতিষ্ক ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ২০২তম জন্মদিন পালিত হল যথোচিত মর্যাদায়।  বুধবার মূল অনুষ্ঠানটির উদ্যোগ ও ব্যবস্থাপনায় ছিল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। সহযোগিতায় ছিল ঘাটাল পঞ্চায়েত সমিতি।

এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির সভাপতির তথা জেলা শাসক রশ্মি কমল। অতিথিরা বাংলার নব বর্ণপরিচয়ের স্রষ্টা ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করেন। এর পর সভাপতি উপস্থিত সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ২০১৯-এ তাঁর দেখা বীরসিংহের ২০২১-এ দেখা বিকাশে সন্তোষ প্রকাশ করেন।

এই এলাকার আরও উন্নয়নে ৩ কোটি ১৩ লাখ টাকা মঞ্জুরের কথা ঘোষণা করেছেন রশ্মি কমল। তিনি এই এলাকা নিরক্ষর মুক্ত করতে সাক্ষর পড়ুয়াদের নিজ নিজ বয়স্ক নিরক্ষরদের সাক্ষর করানোর পরামর্শ দিয়েছেন। এছাড়াও এলাকায় রাস্তা ঘাট, অঙ্গন ওয়াড়ির পরিকাঠামো,  বিদ্যুৎ ও পানীয় জল-সহ অন্যান্য কোনও সমস্যা থাকলে তাঁকে জানানোর প্রস্তাব দেন। প্রধান অতিথি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার এই জেলায় বিদ্যাসাগরের মতো আরও মনীষী উপহারে মায়েদের প্রতি উচ্চাশা ব্যক্ত করেছেন।

পশিম মেদিনীপুরের জেলা শাসক রশ্মি কমল। নিজস্ব চিত্র।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিউলি সাহা, জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া, দাসপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি আশিস হুতাইত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদ্যাসাগরের স্বপ্ন পূরণে যথার্থ দিশারী বলেই দাবী করেন। সভায় উপস্থিতছিলেন এডিএম পিনাকী প্রধান, বিধায়ক মমতা ভূঁইয়া, অজিত মাইতি, প্রাক্তন বিধায়ক শংকর দোলই, জেলা কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র ও নির্মল ঘোষ প্রমুখ।

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার। নিজস্ব চিত্র।

বুধবার বীরসিংহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শক্তিপদ বেরা রচিত ‘বীরসিংহ দর্পণ’ নামের পুস্তিকা প্রকাশ হয়েছে। অংকন, প্রবন্ধ  ইত্যাদি প্রতিযোগিতায় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। প্রীতি ভোজে প্রায় ২ হাজার মানুষকে আপ্যায়িত করা হয়।  বিকেলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার গুড়লি দিশা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকেও বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করেন সোসাইটির সম্পাদক শ্রীকান্ত কদম-সহ শিক্ষক মণ্ডলীর তাপসকুমার পোড়েল, সুভাষ দত্ত, বরুণ বিশ্বাস, সুব্রত বাঙাল, শ্যামসুন্দর দোলই, প্রফুল্ল বেরা ও মিশন বিদ্যাসাগরের পক্ষে দিয়া কদম প্রমুখ। এরপর উপস্থিত ব্যক্তিদের মধ্যে কোভিড স্বাস্থ্য বিধিতে মাস্ক বিতরণ করা হয়েছে।

বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানাচ্ছেন অতিথিরা। নিজস্ব চিত্র।

এদিন ঘাটাল বিদ্যাসাগর মিশনের পক্ষ থেকে হরিরামপুর কার্যালয়ে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের প্রতিকৃতিতে মাল্যদান করেছেন সম্পাদক দাদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার খাঁড়া সহ কিঙ্কর পাত্র, অরিন্দম কামিল্লা ও শ্যামসুন্দর দোলই প্রমুখ। বিকেলে ঘাটালে শ্রী অরবিন্দ উচ্চ বিদ্যালয়ে বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কার কর্মকাণ্ড বিষয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *