শ্যামসুন্দর দোলই, ঘাটাল: করোনা (coronavirus) বিধি মেনে মঙ্গলবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের (blood donation camp) আয়োজন করল পশ্চিম মেদিনীপুরে দাসপুরের কলমিজোড় তরুণ সংঘ। রবীন্দ্র নজরুল স্মৃতি মঞ্চে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া।
প্রয়াত চিকিৎসক তথা সমাজসেবী মাণিকলাল দাসে স্মৃতিতে তাঁর ছেলে দিলীপ দাসের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করে কলমিজোড় তরুণ সংঘ৷ ক্লাবের সম্পাদক অচিন্ত্য দাস তাঁর স্বাগত ভাষণে রক্তদাতা, সব সহযোগী এবং রক্ত সংগ্রহ করতে আসা ঘাটাল ব্লাড ব্যাঙ্ককে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও ছিলেন দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক, পঞ্চায়েত সমিতির সদস্য মৌমিতা গণ, সমাজসেবী সুকুমার পাত্র, বাসুদেবপুর গ্রামপঞ্চায়েত প্রধান সাবিনা ইয়াসমিন, উপপ্রধান কাজল সামন্ত, সমাজসেবী আলোক গণ, গিরিশ দোলই, শক্তি সামন্ত এবং মেঘনাদ ভুঁইয়ার মতো ব্যক্তিরা।

অতিথিরা প্রয়াত মাণিকলাল দাসের সমাজসেবার দিকটি স্মরণ করেন। সেই সঙ্গে করোনা-বন্যা-খরার মতো পরিস্থিতিতে সরকারি পরিষেবা রাজ্যের প্রতিটি কোণায় সব স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজে কলমিজোড় তরুণ সংঘ-সহ সব ক্লাবের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তাঁরা। জাত, বর্ণের মতো সংকীর্ণ বিভেদ মুছে দিতে সম্প্রীতির বার্তা দিয়েছেন।
ঘাটাল মহকুমা শাসকের দফতরে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠান
মঙ্গলবার ঘাটাল মহকুমা ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় ৩ জন মহিলা-সহ মোট ৬২ জন রক্তদান করেছেন। এদিন কলমিজোড় তরুণ সংঘের সভাপতি অনিল দণ্ডপাটের পৌরোহিত্যে অনুষ্ঠানটির সঞ্চালনা করেন রামপদ অধিকারী। নাচ গানের মাধ্যমে অনুষ্ঠানে একটু অন্য রকম বৈচিত্র্য আনার চেষ্টা হয়।