রাফালের হাত থেকে বন্ধুকে বাঁচাতে তৎপর চিন, পাকিস্তানকে বিক্রি করছে J-10C জেট

Share with Friends

সংবাদ সংস্থা, নয়াদিল্লি: পাকিস্তান (Pakistan) কি ভারতের হাতে আসা অত্যাধুনিক ফরাসি ফাইটার জেট রাফালের (Rafale) ভয়ে কাঁপছে? পাক মন্ত্রীর কথা এবং সে দেশের কাজে সেটাই প্রমাণ দিচ্ছে। ভারতের রাফালের মোকাবিলা করতে চিনের তৈরি ২৫টি আধুনিক যুদ্ধবিমান ‘জে-১০সি’ কিনছে পাকিস্তান। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ এমনটাই জানালেন বুধবার।

নিজের শহর রাওয়ালপিন্ডিতে এদিন রশিদ সাংবাদিকদের জানিয়েছেন, ‘চিনের ২৫টি বিমানের এক ফুল স্কোয়াড্রন জে-১০সি বিমান আগামী মার্চে পাকিস্তান দিবসের মহড়ায় অংশ নিচ্ছে’। চিন কার্যত পাকিস্তানকে ভারতের রাফালের আতঙ্ক থেকে উদ্ধার করতে তৎপরতা শুরু করেছে। তারই অঙ্গ হিসাবে পাকিস্তানকে এই আধুনিক অল-ওয়েদার ফাইটার জেট বিক্রি করছে।

রশিদ, যিনি উর্দু মাধ্যমের ছাত্র বলে প্রায়ই নিজেকে নিয়ে ব্যঙ্গ করার ছলে তাঁর ইংরেজি মাধ্যমে পড়া সহকর্মীদের খোঁচা দেন। সেই রসিদ এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় চিনের এই ফাইটার জেট ‘জে-১০সি’ ভুল করে জেএস-১০ বলে উল্লেখ করেন। রসিদ জানান এদিন জানান ২৩ মার্চ পাকিস্তান দিবসে চিনের জে-১০সি বিমানের একটি গোটা স্কোয়ার্ডন ফ্লাই পাস করবে।

গত বছর চিন-পাকিস্তনের যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছিল জে-১০সি। তখনই পাকিস্তানের বিমান বিশেষজ্ঞরা এই বিমানকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন। এবছরও ৭ ডিসেম্বর থেকে ২০ দিনের যৌথ মহড়া চলছে পাকিস্তান-চিনের। যেখানে চিনের আধুনিক যুদ্ধবিমন জে-১০সি ছাড়াও জে-১১বি জেট, কেজে-৫০০এবং ওয়াই-৮ ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্র্যাফ্ট অংশ নিচ্ছে। এবং পাকিস্তানের তরফে জেএফ-১৭ এবং মিরাজ-৩ ফাইটার জেট অংশ নিচ্ছে এবার।

পাকিস্তানের হাতে আমেরিকার তৈরি এফ-১৬ বিমানের একটি পুরো স্কোয়াড রয়েছে। কিন্তু ভারতের রাফালের দিকে তাকিয়ে তারা বিমান বাহিনীকে আরও শক্তিশালী করতে চাইছে। তাই চিনের কাছ থেকে ২৫টি জে-১০সি বিমান কেনার সিদ্ধান্ত নেয় গত বছর। অন্য দিকে ভারত প্রায় ৫ বছর আগে ফ্রান্স সরকারের সঙ্গে ৩৬টি রাফাল কেনার চুক্তিতে সই করে। যেগুলি ইতিমধ্যেই ভারতের হাতে আসতে শুরু করেছে। এর ফলে ভারতের বিমান বাহিনীর শক্তি কয়েক গুন বেড়ে গিয়েছে।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *