Golden Jubilee: গঙ্গাপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

Share with Friends

শ্যামসুন্দর দোলই, দাসপুর: শুভ জন্মদিন, স্মরণীয় তো বটেই। তা যদি বিদ্যালয়ের হয় সে তো মাতৃমন্দির তুল্য। পশ্চিম মেদিনীপুরে দাসপুরের গঙ্গাপ্রসাদ উচ্চ বিদ্যালয় ১৯৭৩ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। শুরু হয় শিক্ষার্থীদের শিক্ষণ যাত্রা। এই যাত্রা ২০২২ সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করতে চলেছে।

এই সুবর্ণ জয়ন্তী বর্ষ বর্ণময় উৎসবে পরিণত করতে এলাকাবাসীদের নিয়ে চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল ২৩ ডিসেম্বর। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপনকুমার সামন্তের প্রস্তাব অনুযায়ী উৎসব কমিটিতে বিদ্যালয়ের প্রতিষ্ঠা বর্ষের শিক্ষার্থী বর্তমানে আনন্দগড় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্যামসুন্দর দোলইকে সভাপতি ও রাজনগর ইউনিয়ন হাই স্কুলে কর্মরত শিক্ষক রামকৃষ্ণ দত্তকে সর্ব সম্মতিক্রমে সম্পাদক করা হয়েছে।

এছাড়াও এই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সমরেশ ঘোড়ইয়ের প্রস্তাব ও সভার অনুমোদনে আপ্যায়ন উপসমিতি, অর্থ উপসমিতি, প্রচার উপসমিতি, খাদ্য উপসমিতি, সাংস্কৃতিক উপসমিতি, শৃঙ্খলা রক্ষা উপসমিতি গড়া হয়েছে। যার মাধ্যমে গঙ্গাপ্রসাদ গ্রামবাসীদের সঙ্গে মহেশপুর, সেকেন্দারী, সামাটবেড়িয়া, কুঞ্জপুর, কাদিরপুর-ফকির বাজার প্রভৃতি এলাকার মানব সম্পদ সহ বিদ্যালয়ের পরিচালন সমিতি ও বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের এই কমিটিতে সামিল করা হয়েছে।

আগামী ৪ জানুয়ারি নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে স্বসহায়ক দল ও পড়ুয়াদের অভিভাবকদের  নিয়ে প্রাতঃকালীন শোভাযাত্রা, মঙ্গলদীপ প্রজ্জ্বলন, বেলুন উড়ানো, প্রাতঃস্মরণীয় মণীষী পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি স্থাপন করে আনুষ্ঠানিক ভাবে আবরণ উন্মোচন ইত্যাদি কর্মসূচী গৃহীত হয়েছে। এরূপ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আগামী ২০২৩-এর ৪ জানুয়ারি এই উৎসব সমাপ্তির পরিকল্পনা গ্রহণ হয়েছে।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *