নিজস্ব প্রতিবেদন, শ্রীরামপুর: করোনাকালে (Coronavirus) স্বাভাবিক চিকিৎসা ব্যবস্থাও কিছুটা বিপর্যস্ত। বিশেষ করে প্রত্যন্ত গ্রামের দিকে চিকিৎসা পরিষেবা পাওয়া মুশকিল হচ্ছে। তাই সেই সমস্যার সমাধান নিয়ে মানুষের কাছে হাজির হয়েছে রেড ভলেন্টিয়ার্স (Red Volunteers)। রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক স্বাস্থ্য পরীক্ষা (Health Checkup camp) শিবিরের আয়োজন করছে তারা। রবিবার এমনই এক শিবিরের আয়োজন হল পশ্চিম মেদিনীপুরের শ্রীরামপুরে।
শ্রীরামপুরে সকাল থেকে কয়েক জন চিকিৎসকের সঙ্গে গ্রামবাসীদের কাছে হাজির হন এলাকার রেড ভলেন্টিয়ার্সরা। আগেই এলাকায় প্রচার করা হয়েছিল এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের কথা। সেই মতো সময়ে সেখানে হাজির হন এলাকার মানুষ। এই শিবিরে প্রায় ৫০ জন গ্রামবাসীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাঁদের রক্তচাপ, সুগার-সহ প্রাথমিক পরীক্ষাগুলি করা হয়। সেই সঙ্গে অন্য কোনও শারীরিক অসুবিধা আছে কিনা তা পরীক্ষা করে উপযুক্ত পরামর্শ দেন চিকিৎসকরা।
রেড ভলেন্টিয়ার্সদের এই উদ্যোগের প্রশংসা করেছেন এলাকার সব স্তরের মানুষ। করোনার বিধি নিষেধের সময় হাতের কাছে এভাবে চিকিৎসকদের পাওয়ায় তাঁরা বেশ উপকৃত বলে জানিয়েছেন। স্বাস্থ্য শিবিরটির আয়োজকদের তরফে উপস্থিত ছিলেন কৌশিক চক্রবর্তী, সৌমেন চক্রবর্তী, সুকদেব দাস, আশিস মণ্ডল-সহ অন্যান্য রেড ভলেন্টিয়ার্সরা।
