Monkey B Virus (BV): চিনে এবার ‘মাঙ্কি বি ভাইরাসে’ প্রথম কোনও মানুষের মৃত্যু

Share with Friends

সংবাদ সংস্থা, নয়াদিল্লি: করোনাভাইরাসের (Coronavirus) পর এবার চিনে (China) নতুন আতঙ্কের সুত্রপাত। সে দেশের এক পশু চিকিৎসক মাঙ্কি বি ভাইরাস (বিভি)-তে (Monkey B Virus (BV) আক্রান্ত হয়ে মারা গেলেন। ওই পশু চিকিৎসকের মৃত্যুর কথা স্বীকার করে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস।

গ্লোবাল টাইমের প্রতিবেদন জানানো হয়েছে বছর তিপান্নর ওই পশু চিকিৎসক রাজধানী বেজিংয়ে বসবাস করতেন। তিনিই প্রথম এই ভাইরাসে মারা গেলেন। সেই সঙ্গে দাবি করা হয়েছে ওই পশু চিকিৎসকের নিকট আত্মীয়রা সবাই সুরক্ষিত রয়েছে। 

শনিবার চিনের এক সরকারি সংস্থার তরফে জানানো হয়, ওই ব্যক্তি পশুদের রোগ সম্পর্কিত এক গবেষণাগারে কাজ করতেন। মার্চ মাসে তিনি ২টি বাঁদরের ব্যাবচ্ছেদ করেন। তার মাস খানেক পর এই (Monkey B Virus (BV) ভাইরাসে সংক্রমিত হওয়ার লক্ষণ দেখা যায়। শুরু হয় বমি। তার পর থেকে তাঁর চিকিৎসা চলছিল। সম্প্রতি তাঁর মৃত্যু হয় বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: পশুচিকিৎসককে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ মেনকা গান্ধীর বিরুদ্ধে, ভাইরাল অডিও টেপ

বিধায়ক খুনে অভিযুক্ত মাওবাদী নেতার মৃত্যু, মাথার দাম ছিল ১৫ লাখ টাকা

এর আগে করোনার প্রকোপ শুরুর পর থেকেই চিনের দিকে আঙুল উঠতে শুরু করে। কিন্তু সে অভিযোগ অস্বীকার করার সব রকম চেষ্টা চালিয়ে যায়। তথ্য গোপন করার অভিযোগে তীব্র সমালোনার মুখে পড়তে হয় চিনকে। এবার দেখার নতুন সামনে আসা এই মাঙ্কি বি ভাইরাস সহজেই কাবু হয়ে যায় নাকি আবার এক নতুন অতিমারীর ইঙ্গিত মিলে শুরু করল চিন থেকে।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *